lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-18T10:04:59Z
রাজনীতি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা জামায়াতের বিক্ষোভ

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের চৌমুহনাস্থ দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান সড়ক অতিক্রম করে কুসুমবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো. সায়েদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি নিজাম উদ্দিন, শহর সভাপতি তারেক আজিজ প্রমুখ।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষিদের অতি সত্তর চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।