lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-24T09:23:44Z
ব্রেকিং নিউজ

পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Advertisement


 


মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কতৃক পারফর্মেন্স বেজড গ্র্যান্টাস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২৩ শে জুলাই বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কতৃক আয়োজিত উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে এই পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন পরিকল্পনা ও উন্নয়ন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা, সহকারী পরিচালক মোসাঃ বদরুন নাহার, জেলা শিক্ষা অফিস, সহকারী পরিদর্শক রীনা রানী, জেলা গবেষণা বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব খান, গলাচিপা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম সাইদ, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, সিনিয়র সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক মোঃ হারুন অর রশিদ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। এছাড়াও সভায় আরো উপস্থিত থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ গন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কৃতি শিক্ষার্থীবৃন্দ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সমমানের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৩২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।