lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-24T09:27:54Z
সড়ক দুর্ঘটনা

ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫

Advertisement


 


বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের কানাইপুরের করিমপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন আজিজুল হক (৬২), পিতা মৃত মোঃ আলী মন্সী, বাড়ি মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে।


আব্দুল মান্নান মোল্ল্যা (৭৮), পিতা মৃত আব্দুল কাসেম মোল্ল্যা, উত্তর টেপাখুলা, কতোয়ালী, ফরিদপুর।


মিনতি রাণী বিশ্বাস (৪০), পিতা রেফতি বিশ্বাস, গোরিয়া, মধুখালী, ফরিদপুর।


করিমপুর হাইওয়ে থানার ওসি চৌধুরী সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) মারুফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকাল বাসটির গতি বেশি থাকায় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।”


দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে পুলিশ।