Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৩০ জুন (সোমবার) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে উপজেলার বিলমারিয়া ইউনিয়নে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। আধিপত্য বিস্তার ও মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোঃ রাসেল (পিতা: মৃত মোঃ ইউসুফ), মোঃ আলম (পিতা: মোঃ রেজাউল), এবং মোঃ রুবেল (পিতা: মৃত হারুনুর রশিদ)-কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশির সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী সূত্র।
মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনীর এই তৎপরতা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।