lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৮ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-28T16:12:10Z
আইন ও আদালত

খাগড়াছড়ির রামগড়ে টাস্কফোর্স কমিটির অভিযানে জরিমানা

Advertisement


 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে বাজার মনিটরিংয়ে করেছে  উপজেলা প্রশাসন।


সোমবার (২৮ জুলাই) সকালে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইসমত জাহান তুহিন।


জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচা কেনার পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স নবায়ন ও লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।


এসময়  মূল্য তালিকা না থাকা, সিগারেট বিক্রিতে বিজ্ঞাপন প্রদর্শন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় ৩ দোকানদারকে দুই হাজার তিন শত টাকা জরিমানা করা হয়।


অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ চাকমা, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, বাজার পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা সহযোগিতা করেন।