lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-01T04:16:14Z
সৌজন্য সাক্ষাৎ

শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় অনুষ্ঠান

Advertisement


 


পাবনা জেলা প্রতিনিধি:-

উত্তরণ পাবনা'র উপদেষ্টা কবি, শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আব্দুদ দাইন সরকারের পবিত্র হজ্ব পালন শেষে দেশে আগমনের পর কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত।

২৯ জুন রবিবার বিকেল ৪:৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত ৫৬ নং সমবায় মার্কেট (২য়) তলায় 'উত্তরণ পাবনা' কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা প্রফেসর আলহাজ্ব আব্দুদ দাইন সরকার, প্রফেসর মোঃ জামাল উদ্দিন, কবি ও অভিনেতা এম আব্দুল হালিম বাচ্চু, কবি ও চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল, কবি ইদ্রিস আলী মধু, কবি যাযাবর জিয়া, এটিএম ফজলুল করিম, কবি ও সাংবাদিক শফিক আল কামাল, উত্তরণ পাবনার যুগ্ম সম্পাদক মো: রুদ্র বিশ্বাস, শায়েখ খান  শোয়েব, সিরাজুল ইসলাম সিরাজ, কবি ও বাচিক শিল্পী সাইফুল কামাল, সুলতান মাহমুদ,খাদিজা খাতুন,উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, শাপলা খাতুন, সৈয়দা সোনিয়া খাতুন, কন্ঠশিল্পী রজনী আক্তার প্রমুখ।