lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-01T04:11:57Z
খেলাধুলা

মাধবদীতে মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Advertisement


 


 মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীর এসপি স্কুল মাঠে মাধবদী ক্রীড়া সংঘের আয়োজনে "মরহুম আব্দুল করিম প্রধান স্মৃতি সিক্সে এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫"-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার স্পোর্টিং ক্লাব। 

সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৫ ওভারে ১০২ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় তুলে নেয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ওভারে তারা প্রতিপক্ষকে ১০২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাবে আড়াইহাজার স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সজিব মিয়া। তার অনবদ্য ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। অসাধারণ পারফরম্যান্সের জন্য সজিব মিয়া "ম্যান অব দ্য ম্যাচ" নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী ক্রীড়া সংঘের সভাপতি মো: মাহফুজুর রহমান কালাম । মাধবদী ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক ইনজামামুল হক ও  ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন নরসিংদী জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি। খেলাটি উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তালেব বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব কাজী মেহবুব সৃজন প্রমূখ।