Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
দ্বীপ উপজেলা মহেশখালী'র অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ছোট মহেশখালী মাদ্রাসা মহিউস সুন্নাহ হেফজখানা, এতিমখানা ও খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসা'র হেফজ বিভাগের ১৩ জন ছাত্রকে কোরআনের সবক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ই জুলাই) দুপুরে মাদরাসা পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ছোট মহেশখালী ইউনিয়নের মাদ্রাসা মহিউস সুন্নাহ ক্যাম্পাসে এ আয়োজন করেন।
এতে সহকারী পরিচালক হাফেজ মাওলানা আহমদ হুসাইন সভাপতিত্বে শিক্ষক মাওলানা মসউদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছাত্রদের সবক প্রদান করেন মাদরাসা পরিচালক মাওলানা শেখ নেজাম উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী পরিচালক মাওলানা রহমত উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন, সহকারী শিক্ষা পরিচালক মাওলানা ইউনুস, হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মতিউর রহমান, হাফেজ মাওলানা শাকের উল্লাহ'সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা ছবক প্রদান অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
হেফজ বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মতিউর রহমান বলেন, মাদ্রাসার যে সকল ছাত্ররা সারা বছর নূরানী বিভাগের কায়দা ও আমপারা শেষ করে কুরআন পড়ার উপযুক্ত হয়েছে তাদেরকে এই কোরআনের সবক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ছবক প্রধান অনুষ্ঠানে বক্তারা বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কুরআনের শিক্ষাই একমাত্র হাতিয়ার। জীবনকে সাজাতে হলে ওহীভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তাই সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কুরআন শিক্ষা নিশ্চিত করা দরকার।
উল্লেখ্য- মাদ্রাসা মহিউস সুন্নাহ হেফজখানা, এতিমখানা ও খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসায়- নূরানী বিভাগ হেফজ বিভাগ কিতাব বিভাগ বালক বালিকা শাখা নূরানী বিভাগের ছাত্র-ছাত্রী সংখ্যা ৫৫০ জন,হেফজ বিভাগের ছাত্র ৬০ জন,কিতাব বিভাগে বালক শাখায় ২০০ জন, বালিকা শাখায় ছাত্রী সংখ্যা ২০০ জন, মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১০১০ জন শিক্ষার্থীদের ২৪ জন শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।