lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-11T10:47:59Z
আইন ও অপরাধ

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি : 

শেরপুরের নকলায় বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী আঃ সাত্তার (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।  মঙ্গলবার (৮জুলাই) সন্ধ্যায় তাকে কুমিল্লা জেলার লাকসাম থানার উওরডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 


র‍্যাব-১৪, জামালপুর এর পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গত ১৭এপ্রিল দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি তাদের বাড়ির  পাশের ক্ষেতে গরু আছার দিতে গেলে আঃ সাত্তার ভিকটিমকে একা পেয়ে ঝাপটে ধরে গামছা দিয়ে  মুখ বেঁধে  জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে  নকলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-১৪, তারিখঃ ১৮/০৬/২০২৫ খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫)। উক্ত মামলা দায়েরের পর আসামী আঃ সাত্তার গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। 


পরে  সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই প্রেক্ষিতে গোপনে সংবাদ পেয়ে অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহের নির্দেশনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সিপিসি-২, র‍্যাব-১১, কুমিল্লার সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে  কুমিল্লা জেলার লাকসাম থানার উওরডা এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আঃ সাত্তারকে উক্ত মামলার আসামী হিসেবে নকলা থানায় হস্তান্তর করেছে।