lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-11T10:50:46Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে 'ফ্লুয়েন্ট ফোকাশ'-এর যাত্রা শুরু

Advertisement


 


রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ ইংরেজি ভাষা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করতে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করেছে অনলাইন প্লাটফর্ম ‘ফ্লুয়েন্ট ফোকাশ’। উত্তরাঞ্চলসহ সারাদেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও ভাষা আগ্রহীদের জন্য এটি হতে যাচ্ছে একটি নির্ভরযোগ্য সহযাত্রী।



বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টের নানা আয়োজনের মধ্য দিয়ে প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।




এ সময় বক্তব্য রাখেন ফ্লুয়েন্ট ফোকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মলিন চন্দ্র রায়,কোম্পানির সিটিও জ্যোতির্ময় রায়, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল মবিন রতন, নুরুজ্জামান, মিজানুর রহমান রানাসহ অন্যান্যরা।



অনুষ্ঠানে ফ্লুয়েন্ট ফোকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মলিন চন্দ্র রায় বলেন তারা এমন একটি প্লাটফর্ম তৈরি করেছেন যেখানে ঘরে বসেই সহজ পদ্ধতিতে ইংরেজি শেখা সম্ভব। মোবাইলের প্লে স্টোর থেকেই আপনারা এই অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 



তিনি আরও জানান, ফ্লুয়েন্ট ফোকাশের মাধ্যমে উচ্চারণ শুদ্ধিকরণ, গ্রামার, কথোপকথন, ও একাডেমিক প্রস্তুতির পাশাপাশি চাকরির ইন্টারভিউর জন্য আলাদা কোর্স চালু থাকবে। 



প্রযুক্তিনির্ভর যুগে ইংরেজি শেখা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজনে ডিজিটাল সমাধান দিতে ফ্লুয়েন্ট ফোকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।তবে খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে এই এ্যাপসটি পাওয়া যাবে।



এতে আরো উপস্থিত ছিলেন ভাষা প্রশিক্ষণ ও প্রযুক্তি খাতে কাজ করা তরুণ ও তরুণী উদ্যোক্তারা।