Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
৯ জুলাই ২০২৫, ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিলমাড়িয়ায় অভিযান চালায়। অভিযানে ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে ইমু অ্যাপ ব্যবহার করে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইল এবং মাদকসেবনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা নিজেদের ‘কিশোর গ্যাং’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।
অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী নিচের আলামতগুলো উদ্ধার করেঅ্যান্ড্রয়েড মোবাইল ফোন: ১৬টি বাটন মোবাইল ফোন: ১২টি, অতিরিক্ত সিমকার্ড: ৩০টি,দেশীয় তৈরি অস্ত্র: ১টি, ইয়াবা ট্যাবলেট: ৫ পিস,গাঁজা: স্বল্প পরিমাণ।
অভিযান শেষে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেনাবাহিনীর এই সফল অভিযান লালপুরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।