lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৯ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-09T08:09:23Z
জাতীয়

গলাচিপায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

Advertisement


 


পটুয়াখালী জেলা প্রতিনিধি:


পটুয়াখালীর গলাচিপায় জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় গলাচিপা পৌরসভার গার্লস স্কুল রোডে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। তিনি বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানিমুক্তভাবে সেবা পাবেন।”


ভূমি সেবা সহায়তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সিকদার কম্পিউটারের সেবা প্রদানকারী সুজন সিকদার জানান, “অনলাইনভিত্তিক ভূমি সেবাই এখন মূল কাজ। এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদন সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা দেয়া হবে। আমি সততার সঙ্গে ভূমি সেবা প্রদান করবো, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যার সমাধান পায়।”


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শাহজাদ হোসেন ও উপ ভূমি সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হুমায়ুন কবির, মো. আনিছুর রহমান, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. রিয়াজুল ইসলাম৷ এছাড়াও সেবাগ্রহীতা স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।