Advertisement
নিজস্ব প্রতিবেদক:
অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দীর্ঘ তিন বছর থেকে কুড়িগ্রাম জেলা জাতীয়পার্টির নেতা আমিনুল ইসলাম মাস্টারের একক আধিপত্যে চলে আসছে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি প্রকল্প প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক, নিরাপদ পানি সরবারাহে গভীর নলকূপ স্থাপন এবং ৩২পৌরসভা প্রজেক্টের মানব বর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা জৈব সার উৎপাদন প্রকল্পের কাজ। অভিযোগ উঠেছে, গত তিন বছর থেকে জাতীয়পার্টির নেতা এবং ক্ষমতার দাপটে ঠিকাদার আমিনুল ইসলাম মাস্টার প্রকল্প টেন্ডারবাজি করে রাতারাতি হয়েছেন কোটিপতি।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে জাতীয়পার্টির নেতা ও ঠিকাদার আমিনুল ইসলাম মাস্টারের মাধ্যমে চলতি অর্থবছর নাগেশ্বরী উপজেলায় প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে কয়েক কোটি টাকা বরাদ্দের প্রকল্প ওয়াশব্লক নির্মাণে নিন্মমানের বালু, ইটের খোয়া ও সিমেন্টের ভাগ কম দিয়ে অনিয়মের মাঝে কাজ শেষ করেন। নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর এর সাথে চুক্তিবদ্ধ করে ঠিকাদার আমিরুল ইসলাম কাগজে-কলমে কাজ শতভাগে দেখায়ে চলতি বছর জুন ক্লোজিংয়ে বিল উত্তোলন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন বলেন জুন ক্লোজিংয়ে বিল উত্তোলন করতে চুক্তিভিত্তিক শতকরা ১০% হারে উৎকোচ দিতে হয়েছে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর কে। নাগেশ্বরী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লাগামহীন অনিয়ম-দুর্নীতি। অপরদিকে ৩২পৌরসভা প্রজেক্টের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় মেসার্স টান আদিল এন্টারপ্রাইজ (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল ইসলাম মাস্টারের মাধ্যমে ২০২৩সালে ৭কোটি ৪৮লাখ টাকা ব্যয়ে নাগেশ্বরী পৌরসভার ভাই ভাই মোড়ে নির্মাণ শুরু করে মানব বর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা জৈব সার উৎপাদন প্রকল্পের কাজ। বিধিমালা অমান্য করে নির্মাণ কাজে নিন্মমানের বালু, ইটের খোয়া ও সিমেন্টের ভাগ কম দিয়ে প্রকল্পের কাজ ঢালাই করেছেন। কাজের মেয়াদ শেষ হলেও অনিয়মের মাঝে চলছে কাজ। মানব বর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা জৈব সার উৎপাদন প্রকল্পের মেশিনও করছে না কাজ। তাই হচ্ছে না উদ্বোধন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের কাজ হয়েছে খুব নিম্নমানের। মানব বর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা জৈব সার উৎপাদন প্রকল্পের মেশিনও করছে না কাজ। এ প্রকল্প রয়েছে নানা অনিয়ম। উদ্ধতন কর্তৃপক্ষের তোকে কামনা করছি।
সাব ঠিকাদারী আমিনুর ইসলাম মাস্টারের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করন নাই।
নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর বলেন, অনিয়মের সুযোগ নেই। নিউজ না করে অফিসে আসেন কথা হবে।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পুর্বক অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।
রংপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, তদন্ত পুর্বক অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।