lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-18T10:21:22Z
ব্রেকিং নিউজ

কলেজ পর্যায়ে গ্রাফিতি অংকনে প্রথম গোপালপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী তোয়া

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধি: 

নাটোরের লালপুরে জুলাই-গণঅভুর্থন বর্ষপূর্তি পালন উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত (১৭ ই জুলাই) বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে গোপালপুর ডিগ্রী কলেজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। 

মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

গ্রাফিতি প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে গোপালপুর ডিগ্রী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সুবহা খন্দকার তোয়া নিজ কলেজের দেওয়ালে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধর গ্রাফিতি অংকন করে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।

 গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার জানান, আমাদের কলেজ পরীক্ষা কেন্দ্র হাওয়াই পরীক্ষার্থী ছাড়া অন্য কোন শিক্ষার্থীরা প্রবেশ করতে না পারায় তোয়া একাই গ্রাফতি অঙ্কন করছে এবং সে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। গোপালপুর ডিগ্রী কলেজের নাম উজ্জ্বল করেছে।  আমি তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।