lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৬ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-26T09:29:29Z
মাদক -সন্ত্রাস

ফরিদপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement


 


হৃদয় শীল, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজার এলাকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শুক্রবার (২৫ জুলাই) বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল অভিযানিক দল অভিযান চালিয়ে আনুমানিক (২২ হাজার ২০০ টাকা মূল্যের ৭৪ পিস) ইয়াবা জব্দ করে। এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মো. করম খালাসী (৬০) কে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পাতরাইল এলাকার মৃত ছত্তার খালাসীর ছেলে।


র‍্যাব জানায়, করম খালাসী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।