lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৮ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-28T15:53:36Z
শিক্ষা

পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Advertisement


 


ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে নওগাঁ জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ফেরদৌস, তোমরা শিক্ষকের কথা শুনবে অভিভাবকদের নির্দেশ মেনে চলবে ১০ বা ২৫ হাজার টাকা, ক্রেষ্ট, সনদ পত্র এটি তোমাদের অনুপ্রেরণা এখানে শেষ নয় অনেক বড় হতে হবে এদেশের তুমিই কর্ণধার ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক রায় এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির ও নওগাঁ জেলার কৃতি সন্তান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অফিসার তৌফিক ইরফান ঘাটনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইদুর রহমান, নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাশির। পলাশবাড়ী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীর কোরআন তেলাওয়াত  ও গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী অরুণ কুমার এর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে সভাপতির সমাপনী ভাষণ দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

 গাঙ্গুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী অরুন কুমার ও গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় এর সুমাইয়া খাতুন সহ এসএসসি ও এইচএসসি চল্লিশ জন শিক্ষার্থীদের আগে স্ব স্ব একাউন্টে ১০ হাজার  ও ২৫ হাজার টাকা প্রাপ্তির পর আজ তাদের হাতে কৃতি সনদ ক্রেস্ট তুলে দেন।