Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় শনিবার (২৬ জুলাই) সরে জমিনে গিয়ে দেখা যায় দেবিগঞ্জ মের্সাস মা মুড়ি এন্ড চিরা কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মানুষের খাবার মুড়ি।
এ সময় মুড়ি কারখানার ম্যানেজার এর সাথে কথা হলে তিনি বলেন আমরা বিভিন্ন মহলকে ম্যানেজ করে মুড়ি কারখানা চালাচ্ছে। আমি কোনো বক্তব্য দিতে পারবো না।
প্রত্যক্ষদর্শীরা বলছেন এই মুড়ি কারখানায় যারা কাজ করে তাদের মধ্যে কারোই স্বচ্ছতা বোধ নেই ঘরের ফ্লোরে মুড়ি ভেজে রাগছে, সেই মুড়ির উপর দিয়ে খালি পায়ে এমনকি জুতা পায় দিয়ে চলাফেরা করছে আবার সেই মুড়ি বস্তাযাত করে বাজারে বিক্রি করা হচ্ছে।
তাদের কথা অনুযায়ী সরে জমিনে গিয়ে তার প্রমাণ মিলে, মা মুড়ি এন্ড চিরা কারখানায় গিয়ে দেখা যায় এতই নোংরা মুড়ি ভেজে রেখেছে যা কেউই নিজ চোখে দেখলে এসব মুড়ি খাবে না। মেসার্স মা মুড়ি এন্ড চিড়া কারখানার মালিককে মোবাইল ফোনে কারখানায় আসতে বললে তিনি বিভিন্ন তালবাহানা করেন গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে আসেননি।
তবে কারখানার ম্যানেজার বলছেন আমাদের মুড়ি কারখানার যেসব প্রয়োজনীয় কাগজপত্র দরকার তা আমাদের আছে। কিন্তু মালিক ছাড়া আমার দেখানোর হুকুম নেই।
প্রত্যক্ষ দোষী সূত্রে জানা যায় রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে এসব মুড়ি বাজার জাত করা হচ্ছে।