lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-14T15:04:45Z
ব্রেকিং নিউজ

বাগাতিপাড়ায় নিয়ম বহির্ভূতভাবে স্কুল আঙিনার গাছ বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Advertisement


 

হাসান আলী সোহেল,নাটোর প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুলের তিনটি গাছ বিক্রি করেছেন প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন।সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা উচ্চ বিদ্যালয়ে গিয়ে কয়েকজনকে গাছগুলো কাটতে দেখা গেছে।তবে প্রধান শিক্ষকের দাবি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে গাছগুলো বিক্রি করেছেন তিনি।


সূত্রে জানা গেছে,বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক কোনো রকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে স্কুল আঙিনার মূল্যবান গাছ কয়েক দফা বিক্রি করেছেন।গত ১৫ বছর আগে লাগানো গাছগুলোর বর্তমান মূল্য অন্তত অর্ধ লক্ষ টাকা।


এ সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বলেন,‘গাছগুলো বড় হওয়ায় গাছের ডালপালা দিয়ে স্কুল ভবনে পিপড়া ঢুকে এবং বিদ্যুৎ এর খুঁটির সাথে লেগে যায়।পরে ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে গাছগুলো বিক্রির সিদ্ধান্ত হয়।’


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন,গাছ কাটার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের গাছ সরকারি সম্পদ।অনুমোদন ছাড়া কোনো ক্রমেই কাটা যাবে না।


ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউসুফ আলী জানান,অবৈধভাবে গাছ কটার বিরুদ্ধে অভিযোগের তদন্তের দায়িত্ব তিনি পেয়েছেন।দায়িত্ব পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছেন।দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।