Advertisement
মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ীভাবে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার ৮ জুলাই মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরিষদের সদস্যদের মধ্য থেকে অস্থায়ীভাবে দায়িত্ব প্রদানের বিধান রয়েছে। সেই ভিত্তিতে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার আদেশ প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত আদেশটি খাগড়াছড়ি জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্তির খবরে পরিষদে নতুন নেতৃত্বে স্বচ্ছতা ও কার্যকরতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন অনেকেই। তবে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।
উল্লেখ্য, গতকাল (৭ জুলাই) অনিয়ম-দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সেই প্রেক্ষিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।