lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-10T05:15:53Z
রাজনীতি

দেবীগঞ্জ শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

Advertisement


 



পঞ্চগড় জেলা প্রতিনিধি:

“শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক জিন্দাবাদ”—এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘সাংগঠনিক সভা ২০২৫’ ও প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৯ জুলাই ২০২৫) বিকেল ৫টায় দেবীগঞ্জের ধুলাঝারি বাজার সংলগ্ন উন্মুক্ত মাঠে এ সভা শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর শাল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন আজাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান হারুন অর রশিদ, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন,“রাজনীতি হলো মানুষের সেবা করার মাধ্যম, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। যারা কেবল নিজের সুবিধার জন্য রাজনীতি করেন, তারা যত বড় পদেই থাকুন না কেন, তাদের এই পথ ছেড়ে দিতে হবে।”


তিনি নেতাকর্মীদের জনসংযোগ বাড়াতে, ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকতে আহ্বান জানান।


সভা শেষে সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সমাবেশ শেষে সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয় এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য নেতাকর্মীরা অঙ্গীকার ব্যক্ত করেন।