lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩০ জুন, ২০২৫
Last Updated 2025-06-30T17:22:57Z
ব্রেকিং নিউজ

ওএমএলএএস ফেলোশিপ প্রোগ্রামে চ্যাম্পিয়ন ফেলো অর্জন করে রামগড় স্টুডেন্ট ফোরামের সভাপতি তাহরীমা আফরিন তিশা

Advertisement


 


মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ওয়ান মিলিয়ন লিডার্স এশিয়া (ওএমএলএএস) ফেলোশিপ প্রোগ্রামে চ্যাম্পিয়ন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির রামগড় স্টুডেন্টস ফোরামের সভাপতি তাহরীমা আফরিন তিশা। যা রামগড়ের পাশাপাশি গোটা দেশের জন্যই এক অনন্য সম্মানের বিষয়।



ওএমএলএএস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত লিডারশিপ প্ল্যাটফর্ম। যেখানে এশিয়ার উদীয়মান তরুণ নেতারা সামাজিক পরিবর্তন, নেতৃত্ব বিকাশ এবং বিশ্বপর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এই প্ল্যাটফর্মে তিশার নির্বাচিত হওয়া কেবল তার নিজের জন্য নয় বরং রামগড় তথা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা।



তিশার এই অর্জন আমাদের মনে করিয়ে দেয়- প্রচেষ্টা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং নিরলস পরিশ্রম কখনো বৃথা যায় না। একজন নারী শিক্ষার্থী হিসেবে তার এই পদচারণা অন্যদের পথ দেখাবে, বিশেষ করে যারা প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে দেশ ও বিশ্বের নেতৃত্বে অংশ নিতে চায়।



রামগড় স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে  তার এই সাফল্যের জন্য তাকে  হৃদয়পূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



আমরা বিশ্বাস করি, তার এই পথচলা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে নেতৃত্ব সৃষ্টি করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।