lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৯ মে, ২০২৫
Last Updated 2025-05-09T11:07:56Z
ব্রেকিং নিউজ

আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধা তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

Advertisement


হাজী জাহিদ: 

নরসিংদীতে জুলাই আন্দোলনে আহতদের তালিকায় নাম না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিবাদ করায় মিনহাজুর রহমান শ্রাবণ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অভিযুক্তরা জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং মেহেরপাড়া ইউনিয়নের ইউপি সচিব শাহ আলম ও তার পরিবারের সদস্যরা।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে নরসিংদী পৌর শহরের বিলাসদি এলাকায়। আহত মিনহাজ নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বাশাইল এলাকার মানিক মিয়ার ছেলে।


জানা গেছে, ৫ আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের তালিকা তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, সেই তালিকায় ইভা আলম ও শাহ আলম দম্পতির মেয়ে রাইসা আলমের নাম অন্তর্ভুক্ত করা হয়, যদিও সে আন্দোলনে অংশ নেয়নি। প্রকৃত আন্দোলনকারীদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মিনহাজ ও তার সহপাঠীরা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।


সম্প্রতি জুলাই যোদ্ধাদের অনুদান বিতরণ অনুষ্ঠানে রাইসা অনুদান না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে শাহ আলম ও তার পরিবার। এর পর থেকে শিক্ষার্থীদের হুমকি দেওয়া শুরু হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে মিনহাজ বন্ধুকে বাসায় পৌঁছে নিজ বাড়ি ফেরার পথে শাহ আলম, তার ভাই শাহেদ হোসেন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে।


স্থানীয়দের সহায়তায় মিনহাজকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সাজিদ জানান, “আমরা প্রকৃত আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত স্বীকৃতির দাবিতে আবেদন করেছিলাম। কিন্তু এরপর থেকেই হুমকির মুখে আছি। অবশেষে আমাদের বন্ধু মিনহাজের উপর বর্বর হামলা চালানো হয়েছে।”


এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। তবে থানার ডিউটি অফিসার এএসআই নজরুল জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।