lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২০ মে, ২০২৫
Last Updated 2025-05-20T12:53:41Z
আইন শৃঙ্খলা

পোরশায় ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Advertisement


 


পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ ঈদুল আযহা উপলক্ষে পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি মুলক সভার আয়োজন করা হয়।

আজ বিকাল সাড়ে তিনটা নাগাদ উপজেলা পরিষদ সভা পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর পশুর হাট বাজার ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে এই প্রস্তুতিমূলক সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান বলেন, পরিবেশ যেন দূষিত না হয় এদিকে লক্ষ্য রেখে কুরবানীর পশু জবাই করার পরে রক্ত অন্যান্য বর্জ্য নির্দিষ্ট স্থানে অথবা মাটিতে পুঁতে রাখবেন। কুরবানীর চামড়া একটি দেশীয় সম্পদ। এর যথাযথ সংরক্ষণে সতর্ক থাকবেন। কুরবানীর পবিত্রতা রক্ষা করে পরিবেশকে দূষিত করা থেকে বিরত থাকবেন।

সভাশেষে দুস্থদের স্বাবলম্বী করতে দর্জিবিজ্ঞান প্রশিক্ষিত মহিলাদের  মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন হিসাব রক্ষণ কর্মকর্তা মোসাদ্দেক আলী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।