Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৭১) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন।
গুইমারা পশ্চিম বড়পিলাক বাসিন্ধা মৃত ইয়াকুব আলির ছেলে আব্দুল কাদের
১৯ শে মে সোমবার আনুমানিক সকাল ৫টা ৩০ মিনিটে তিনি গলায় ফাঁস দিয়েছেন।
যানাযায়, ইতিপুর্বে তিনি শারিরীক সুস্থতায় ভুগছিলেন। এছাড়া কর্মহীন হয়ে আর্থিক সংকটে মানসিক চাপ ও পারিবারিক কলোহের কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তাহার পরিবারে স্ত্রী ও ৪ জন ছেলে সন্তান রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরন করা হয়েছে।