lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T10:03:28Z
বিজয় দিবস

নানা আয়োজনে বাঘায় বিজয় দিবস উদযাপন

Advertisement


 ‎

‎আব্দুল হক, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নানা আয়োজন ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

‎সকাল সাড়ে ৬টা ৪০ মিনিটে বাঘা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন  নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারসহ কর্মকর্তারা। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

‎এরপরই থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, বাঘা মডেল প্রেসক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে শহীদ মিনারে।

‎এ ছাড়া দিনটি উপলক্ষ্যে উপজেলা সদরে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হবে। সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জাতীয় পতাকা উত্তোলন করেন। উক্ত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান,মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান,কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,প,প কর্মকর্তা ডা.আসাদুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ‍্যপক জাহাঙ্গীর হোসেনসহ,মুক্তিযোদ্ধা,ফায়ার সার্ভিস,স্কাউট,আনসার শিক্ষক সর্বপেশার জনগণ।

‎বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।