lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-17T15:28:25Z
জাতীয়

পলাশবাড়ীতে মহাসড়কের অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর চেক বিতরণ

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

দীর্ঘ প্রতিক্ষার পর গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজায় অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে অবকাঠামোর ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। 


গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজার চেক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। চেক বিতরণ কালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর হলেও আপনাদের হাতে চেক তুলে দিতে পেরে আমি আনন্দবোধ করছি। আপনারা সহযোগিতা করেন যাতে নুনিয়াগাড়ী মৌজার অধিগ্রহণকৃত জমি টাকার চেকসহ অন্যান্য ক্ষতিপূরণের চেক সুষ্ঠুভাবে দিতে পারি। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, সহকারি কমিশনার (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ শাখা) মোহাম্মদ আলাউদ্দিন, অধিগ্রহণ শাখার অফিস প্রধান আবুল কাশেম, সার্ভেয়ার কামরুজ্জামান, আল আমিন, রানা, গ্লোবাল টিভির বিভাগীয় প্রতিনিধি আতিক বাবু ছাড়াও অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের মালিকদের মধ্যে সাংবাদিক আবুল কালাম আজাদ ও মুশফিকুর রহমান মিল্টনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।