Advertisement
নুরুল করিম, মহেশখালী:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন-এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে মঙ্গলবার (১ ই অক্টোবর) বিকালে উপজেলা হল রুমে প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন.. ভূমি মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বিসিএস (প্রশাসন) ক্যাডার, নবআগত মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, মহেশখালী উপজেলা ভূমি অফিসের কানুনগো/সার্ভেয়ার মোঃ নোমান হোসেন, সার্টিফিকেট সহকারী ইন্দ্রজিত পাল, অফিস সহকারী কাম-কম্পিউটার মাঈনুল হাসান, কম্পিউটার অপারেটর রানা বড়ুয়া, ইউনিয়ন ভূমি অফিসে সহকারী তহসিলদার জগদীশ কান্তি দে এবং উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কর্মকর্তাগণ তার স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। বিদায়ী কর্মকর্তাকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে কুমিল্লা জেলায় পদায়ন করা হয়েছে।