নুরুল করিম, (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রতিপাদ্য'কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ই অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮ টায় মহেশখালী রিক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রিক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
Advertisement
উক্ত আলোচনা সভায়.. রিসোর্স ইন্টেগ্রেশন সেন্টার (রিক)’র মহেশখালী ও গোরকঘাটা শাখার ম্যানেজার মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..রিসোর্স ইন্টেগ্রেশন সেন্টার (রিক)’র চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক দীপক কুমার দত্ত'র। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন.. মহেশখালী ও গোরকঘাটা শাখার রিক এনজিও কর্মি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীণ মুরব্বিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস ঘোষণা করা হয়। এরপর ১৯৯১ সাল থেকেই আজকের দিনটি পৃথিবীর প্রতিটি দেশে প্রবীণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।