lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-01T05:10:45Z
সড়ক দুর্ঘটনা

গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - BD Prokash

Advertisement

 

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি: 


গাজীপুরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামে একজন নিহত হয়েছেন।



রবিবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) তুলা গবেষণা কেন্দ্রের মেইন গেইটের সামনে তুলা গবেষণা কেন্দ্রের জিনিং কর্মকর্তা ইউনুস আলী (৬০) নিহত হয়েছেন।



নিহত ইউনুস আলী মাগুরা জেলা সদর থানার লাহুরিয়া গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা গবেষণা কেন্দ্রে তুলা বীজ সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার সহ ওই কেন্দ্রের কোয়ার্টারে বসবাস করতেন।



মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ইউনুস আলী মোটরসাইকেলে অফিসের কাজে কর্মস্থল থেকে বের হচ্ছিলেন। তুলা গবেষণার কেন্দ্রের প্রধান ফটক পার হয়ে মহাসড়কে উঠলে দ্রুত গতির ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৭০৬৭) সাথে মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-হ-৩৪-১৫৯১) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তার মোটরসাইকেল সড়কে পড়ে গেলে ওই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মাথার খুলি থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ইউনুস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।



খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গহণ করা হবে।