lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩০ জুন, ২০২৪
Last Updated 2024-06-30T06:49:46Z
সারাদেশ

গোদাগাড়ীতে বিষধর সাপের কামড়ে বুলবুল হোসেন নামের ১ যুবকের মৃত্যু - BD Prokash

Advertisement


মোঃ রবিউল ইসলাম মিনাল: রিপোর্টার :


বিষধর সাপের কামড়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুলবুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বুলবুল গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকার রবিউল ইসলামের ছেলে । ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবা রাতে নিহতের বড় ভায়ের শশুর বাড়ি দামকুড়া থানার ফেরতাপাড়া এলাকায়।



এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি দামকুড়া থানার ফেরতা পাড়া এলাকায় বেড়াতে যায় বুলবুল। ওই দিন সন্ধ্যার পরে বুলবুল এর ফোনে কেউ ফোন দিলে কথা বলতে বলতে সে বাড়ির বাইরে বের হয়ে পাশে একটি পুকুর পাড়ে কথা বলছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে । এসময় বুলবুলের অসাধারণতা অবস্থায় একটি বিষধর সাপ এসে তার ডান পায়ে কামড় দেয়। তাকে কবিরাজি মতে দুই দফায় ওষুধ সেবন করা হয়। এতে বুলবুল এর অবস্থা বেগতিক হলে তড়িঘড়ি করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বুলবুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।