lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৯ মে, ২০২৪
Last Updated 2024-05-19T06:45:47Z
সারাদেশ

পঞ্চগড়ে সুপারির খোল দিয়ে তৈরি হচ্ছে ওয়ান টাইম প্লেট বাটি ও চামচ সামগ্রী - BD Prokash

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি:


একসময় আমাদের চোখে পড়তো সুপারির খোল বাগানে পড়ে পৌঁছে যেত, অনেক সময় বাচ্চারা সুপারির খোল দিয়ে খেলতো, এখন পঞ্চগড় বোদা উপজেলার শিমুলতলি এলাকার উদ্যোক্তা নুরুল আলম সেদিন  সুপারির খোল দিয়ে মেশিনের সাহায্যে তৈরি করছেন পরিবেশ বান্ধব, ওয়ান টাইম প্লেট বাটির চামচ সহ নানান ডিজাইনের ওয়ান টাইম সামগ্রী। 



পরিবেশ দূষণ প্লাস্টিক সামগ্রী বাড়িতে এখন সবাই নুরুল আলম সেলিমের সুন্দর ডিজাইন এর সুপারির খোল দিয়ে তৈরি বিভিন্ন অনুষ্ঠানের জন্য সংগ্রহ করছেন।



 প্লেট, চামুচ, বাটি, পঞ্চগড়ে হঠাৎ এই চমক দেখে উদ্যোক্তা নুরুল আলম সেলিমের বাড়িতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোক্তা নুরুল আলম সেলিম বলেন আমি বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত সুপারির খোল ক্রয় করে নিয়ে আসি তারপর এসব সুপারির খোল ভালো করে ধুয়ে হিট মেশিনে দিয়ে তৈরি করি পরিবেশ বান্ধব প্লেট, বাটি ও চামচ।