lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-23T15:56:19Z
উপজেলা পরিষদ নির্বাচন

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা - BD Prokash

Advertisement

 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল প্রতিনিধি:


ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ৫৫ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা হয়। 



এর আগে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে  সাড়ে ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়। পরে মো:জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে,বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। 



মো:জাহাংগীর বলেন, এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলায় ব্যালটে।