lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-23T16:02:59Z
আইন ও অপরাধ

পঞ্চগড় বোদা থানা পুলিশ কর্তৃক পাচঁ জন জুয়ারি গ্রেফতারসহ নগদ টাকা উদ্ধার - BD Prokash

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি:


বোদা থানার বিশেষ অভিযানে  চন্দনবাড়ী এলাকা হতে ০৫ জন জুয়াড়ি গ্রেফতার এবং জুয়া খেলার আলামত সহ নগদ টাকা উদ্ধার।



পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই(নিরস্ত্র) মোঃ আমজাদ আলী মন্ডল, এসআই(নিরস্ত্র) মোঃ বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২২ এপ্রিল  বোদা থানাধীন ০৭ নং চন্দনবাড়ি ইউপির বানিয়াপাড়া গ্রামস্থ জনৈক খোকা সেন এর মালিকানাধীন সোলার প্যানেল চালিত সেচ পাম্পের ঘর হতে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলার সময় হাতেনাতে তাদের কে আটক করা হয়। আটকৃত  আসামিরা হলেন  ১। মো: রুবেল ইসলাম (৩২), পিতা- মৃত বাশিরুল ইসলাম, সাং- খেড়বাড়ী, ২। মো: আমিনুল ইসলাম (৩২), পিতা- মো: দুলাল হোসেন, ৩। মো: সোহেল রানা (৩৫), পিতা- মো: আতাউর রহমান, উভয়সাং-বানিয়াপাড়া, ৪। মো: জামাল উদ্দিন(২৭), পিতা মো: কফিল উদ্দিন, ৫। মো: আঙ্গুর ইসলাম (৩৮), পিতা-মো: দুদু মিয়া, উভয় সাং- তেলিপাড়া, সর্বথানা-বোদা, জেলা- পঞ্চগড়দের গ্রেফতার করা হয়। 



উক্ত সময় জুয়ার আসর হতে ০১ সেট তাস, নগদ- ৮৫০/- টাকা জব্দ করা হয়। এসআই মোঃ আমজাদ আলী মন্ডল এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের  এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং ২৯, তারিখ ২৩/০৪/২০২৪, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় রুজু করা হয়েছে। আসামিদের যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



উদ্ধার ও গ্রেফতারকারী অফিসারঃ পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম, এস আই এসআই(নিরস্ত্র) মোঃ আমজাদ আলী মন্ডল, এসআই(নিরস্ত্র) মোঃ বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।