Advertisement
বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলা পরিষদের শিশু পার্কের সামনে চেতনা নাশক ঔষুধ খাইয়ে ও মারধর করে মহিন হাওলাদার নামের এক অটোরিক্সা চালকের গাড়ী ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্ত¡রা। বৃহস্পতিবার সকালে ওই চালককে আইনজীবি আরিফ উল- হাসান আরিফ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে।
জানাগেছে, উপজেলার মানিকছুড়ি এলাকার হানিফ হাওলাদারের ছেলে মহিন হাওলাদার বুধবার সকালে অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। ওইদিন রাত ৮ টার দিকে পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। কিন্তু কোন সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের আইনজীবি অ্যাড. আরিফ উল হাসান উপজেলা পরিষদের মধ্যে থেকে তাকে অজ্ঞাণ অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহিনের জ্ঞান ফিরেনি।
অজ্ঞাণ মহিন হাওলাদারের বাবা হানিফ হাওলাদার বলেন, গত বুধবার সকালে গাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর মোবাইল ফোন বন্ধ পাই। বৃহস্পতিবার সকালে জানতে পাই মহিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু ওর গাড়ী খুঁজে পাচ্ছি না। চেতনা নাশক ঔষুধ খাইয়ে ও মারধর করে গাড়ী ছিনতাই করে নিয়ে গেছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।