Advertisement
আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম), সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা'র দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ বদিউজ্জামান, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল ১৩ই ফ্রেব্রুয়ারী রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটেবোদা থানাধীন বোদা পৌরসভার বোদা বাজারস্থ ধানহাটির পশ্চিম পাশে পান দোকানী মোঃ হুমায়ুন কবির এর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি শ্রী গৌতম দত্ত (৪৩), পিতা- মৃত সনদ দত্ত , গ্রাম -নগর কুমারী, থানা-বোদা, জেলা-পঞ্চগড়। গ্রেফতার কালে আসামির কাছ থেকে ২৫ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট মাদকদ্রব্য জব্দ করেন বোদা থানার পুলিশ।
এসময় এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি শ্রী গৌতম দত্ত এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং ০৯, তারিখ ১৪/০২/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক।