Advertisement
আলী রেজা রাজু,ঢাকা:
বাংলাদেশের পাবনা মজুমদার জমিদার বাড়ির কথা নিশ্চয়ই শুনে থাকবেন।কয়েক একর জায়গায় নিয়ে এখনো ঠাঁই দাড়িয়ে আছে শত বছরের পুরনো পাবনার জমিদার বাড়ি। নিশেন্দ্রনাথ মজুমদার জমিদার পরিবারের প্রতিষ্ঠিত করা পাবনা স্কুল এন্ড কলেজসহ একাধিক প্রতিষ্ঠান। বারীণ মজুমদার লেখা অনেক বই এপার বাংলা ওপার বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছে।মজুমদার পরিবারের অধিপত্যে ওপার বাংলায় বিস্তৃত রয়েছে। জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনী মেষনা ঘোষ মজুমদার (ব্রবতী) বাংলাদেশী বংশভূত। ভারতীয় বহুভাষী গায়িকা হিসাবে একাধিক সংগীত স্টারের পদকে ভূষিত হয়েছেন। তার অর্জনের মধ্যে রয়েছে ভারতীয় জনপ্রিয় রাউরকেলা স্টিল প্ল্যান্ট সংগীত তারকা পদকসহ একাধিক পদক। ভারতীয় মূলধারার বিভিন্ন গণমাধ্যমে তার অর্জনের বড় বড় শিরোনাম হয়েছেন।মেষনা মজুমদার দিল্লি রেডিও স্টেশনের গায়িকা হিসাবে আছেন।আরো উল্লেখ্য যে তিনটা বিষয়ের উপর মার্টাস ডিগ্রি অর্জন করেছে, ইংরেজি ভাষার উপর ডক্টর ডিগ্রি অর্জন করেছেন।মেষনা মজুমদার জানান, বাংলাদেশ তার অনুভূতির জায়গা এখানে বিস্তৃত আছে তার পরিবারের ইতিহাস আমি শুধু আমার নিজের সম্মান বা অর্জন করেনি সাথে বাংলাদেশের নামও উজ্জ্বল করতে আমার ভূমিকা থাকবে। বাংলাদেশের মানুষের জন্য যেমন আমার পরিবারের কাজ করেছে পাশে থেকেছে।আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতেছি করব,পাশে থাকব।