lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-28T11:34:28Z
জাতীয়

নগরকান্দায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Advertisement


 

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় ভোটার উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার  (পিএএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শৈলন চাকমা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আবু তালেব প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সুশিল সমাজ সহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারন ভোটারগণ উপস্থিত ছিলেন।