lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-17T15:38:36Z
রাজনীতি

রাজশাহী-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রায়হান কাওসার এর গণসংযোগ

Advertisement


রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)



রাজশাহী-৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আওয়ামী আইনজীবী পরিষদের নেতা ও মেধাবী আইনজীবী রায়হান কাওসার এই আসনে সরকারের উন্নয়ন প্রচার লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন তিনি।



আজ মঙ্গলবার ১৭ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর পুঠিয়ার গুরুত্বপূর্ণ বাজারে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার ও নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ প্রচারণা করেন। সব নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দুর্গাপুর-পুঠিয়ার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুত দেন তিনি।



মনোনয়ন বিষয়ে আইনজীবী রায়হান কাওসার  বলেন, প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ’লীগ এর ক্ষুদ্র কর্মী হিসাবে মনোনয়ন পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দল যোগ্য মনে করে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে এ আসনে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে নির্বাচিত হলে পুঠিয়া দুর্গাপুর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।



তিনি আরো বলেন, নিজের জন্য রাজনীতিতে আসিনি। জনগণের কাঙ্খিত অধিকার আদায়ের লক্ষ্যে এবং এলাকার রাজনীতির গুণগত মান পরিবর্তন ঘটাতে কাজ করছি।



তিনি বলেন, আমি পেশায় আইনজীবী আমার সুযোগ হয়েছে সমাজের সব রকম মানুষের সাথে চলার। তাদের সমস্যা নিয়ে কথা বলার। তাই যখনই সুযোগ পাই, তাদের জন্য কিছু করার চেষ্টা করি। জনসেবার ভাবনা থেকেই আমার অনেক দিনের ইচ্ছা মোতাবেক সংসদ নির্বাচনে অংশ নেয়া।



এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ের মাধ্যমে রাজশাহী-৫ আসনের সকল জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এই আইনজীবী।