lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-04T16:15:33Z
রাজনীতি

লালপুরে আ.লীগ নেতা আতিকের র‌্যালি ও আলোচনা সভা

Advertisement


নাটোর জেলা প্রতিনিধিঃ


নাটোরের লালপুরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে র‌্যালি আলোচনা সভা করেছে নৌকার মনোনয়ন প্রত্যাশী আতিকুল হক আতিক।


বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়ীয়া  ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে দুড়দুড়ীয়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটি কৃষি ও সমবায় বিষয়ক সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলী, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক  ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, দুড়দুড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি  আবু তালেব,  সাবেক ইউপি সদস্য  আওয়ামী লীগ নেতা  আবু তোরাব আলী, । 


এবং সফর সঙ্গী হিসেবে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।