lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-05T13:08:18Z
শিক্ষা

ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Advertisement


 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ‘ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজ’র উদ্যোগে বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরে ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সকল শিক্ষক একটি র‌্যালী বের করে। র‌্যালীটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি এস.এম আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিবসটির গুরুত্ব সম্পর্কে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক ইউনুস আলী, প্রভাষক এম.এ হোসাইন, শরিফুল ইসলাম, আবু তাইফ মোহাম্মদ আশেকে এলাহী, অরুণ কুমার, হারুন অর রশিদ, আবু সাঈদ প্রমুখ। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।