lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-22T11:13:06Z
আইন ও অপরাধ

আটপাড়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, আসামি পলাতক

Advertisement


নেত্রকোনা প্রতিনিধিঃ


নেত্রকোনার আটপাড়ায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামে ধর্ষণের শিকার শিশুর বয়স ৬ বছর। শিশুটির মা বাদী হয়ে একই গ্রামের সবুজের ছেলে মারুফ (১৫) কে আসামী করে ১৯ সেপ্টেম্বর  আটপাড়া থানায় অভিযোগ করেন। 


বাদি ইয়াসমিন বলেন, আমার স্বামী  অসুস্হ থাকার কারণে চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসার জন্য ওখানে অবস্হান করেছি। বাড়িতে দুই মেয়েকে শাশুড়ির কাছে রেখে যাই। কিছুদিন পূর্বে  ঢাকা থেকে বাড়িতে এসেছি।এসে ছোট মেয়ে সিজা মনির  কাছে শুনেছি প্রায় ১০-১৫ দিন আগে  সবুজের ছেলে মারুফ তাকে খালি ঘরে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে তখন সে  চিৎকার  করলে মুখে হাত চেপে ধরে।তিনি আরো বলেন, আমার ৬ বছর বয়সের মেয়ের সাথে এমনটা ঘটাতে পারে আমারা চিন্তা করতেই পারি না। পুলিশের কাছে একটাই দাবি বিবাদীর উপযুক্ত বিচার করা হোক। 


বিবাদীর মা ঘটনাকে অস্বীকার করে বলেন,  বাদীর সাথে জায়গা নিয়ে ঝামেলা রয়েছে, সে কারণে এমন মিথ্যা মামলা করেছে। তবুও বিষয়টি জানার পর আমার ছেলেকে মারধর করেছি। অপরাধ করুক বা না করুক মিমাংসা হওয়ার চেষ্টা করেছি । কিন্তু মেয়ের পরিবার মেনে নেয়নি। 


এদিকে স্বল্প শুনই এলাকার সচেতন মহল এমন একটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বলেন, এমন জঘন্য কাজে আমরা লজ্জিত হচ্ছি,সমগ্র স্বল্প শুনই এলাকার মান ক্ষুণ্ণ করেছে। এ শিশু বাচ্চার  ভবিষ্যতের প্রভাব পড়বে।কে নিবে এর দায়?ছেলে পলাতক আছে তাকে খোঁজে দ্রুত আইনের আওতায় আনা হোক ।

এমন ঘটনা যেন আর না ঘটে  প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং অপরাধীর শাস্তির দাবি করি।


 ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।