lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-09T12:59:36Z
আইন ও অপরাধ

নরসিংদীতে কলেজছাত্রকে ছুরি মেরে হত্যা

Advertisement

হাজী জাহিদ 

কয়েকজন ছেলে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে এক ডোবার পানিতে ফেলে রেখে যায় বলে জানায় পুলিশ।  

নরসিংদীর শিবপুর উপজেলায় ‘পূর্বশত্রুতার জেরে’ এক কলেজছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে; এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যারবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান। 

নিহত নাহিদ মিয়া (২০) ওই ইউনিয়নের তাতারকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।তিনি হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

স্বজনদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মেজবাহ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপ করতে সকালে কলেজে যান নাহিদ। এ সময় ওই এলাকার কয়েকজন ছেলে নাহিদকে ধাওয়া করে।

জানা যায় , “তাদের সাথে নাহিদের পূর্বশত্রুতা ছিল। এক পর্যায়ে তারা নাহিদকে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে তাকে এক ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায়।

সহকারী পুলিশ সুপার বলেন, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা নাহিদকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।