lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-09T15:43:41Z
জেলার সংবাদ

দোয়ারাবাজারে নরসিংপুর ইউপি চেয়ারম্যানের মায়ের জানাজায় মানুষের ঢল

Advertisement

সোহেল মিয়া,দেয়ারাবাজার(সুনামগঞ্জ):

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের  চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ'র মমতাময়ী মা মোসামৎ উদ্বয়তারা বেগম মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রবিবার (২ জুলাই)  জার্মান সময় রাত ১টায় জার্মানের ফ্রাংকফুট শহরের একটি হাসপাতালে  বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। চার পুত্র ও দুই কন্যাসহ মৃত্যুকালে তিনি বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (৯ জুলাই) সন্ধা ৭:১৫ মিনিটে কালাপশি গ্রামে তাহার নিজ বাড়ির উঠানের মাঠে অনুষ্ঠিত তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাযার নামায পড়ান কালাপশি গ্রামের সাবেক ইমামও চাইরগাঁও বাজার জামে মসজিদের ইমাম মাও আব্দুল গফফার। 

জানাযায় চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ'র পিতা জমির আলী,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাগণ ও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তাকে পারিবাবিক কবরস্থানে দাফন করা হয়।