lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-19T06:08:56Z
আইন ও অপরাধ

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

Advertisement

নিজস্ব প্রতিনিধি:-

বগুড়ার কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জামগ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাদরা নিশিন্দারা গ্রামের আঃ রহমানের ছেলে শাহিন (৩৫) ও আঃ মতিনের ছেলে আজিজুল ইসলাম (৩০)।

কাহালু থানার অফিসার ইনচার্জ ওসি মিহমুদ হাসান  জানান, নন্দীগ্রামের একজন বড় ব্যবসায়ী দুপচাঁচিয়ায় ধান দেন। তিনি মালঞ্চা-জামগ্রাম সড়ক হয়ে দুপচাঁচিয়া থেকে নন্দীগ্রামে যাবার পথে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার জন্য এক সপ্তাহ থেকে প্ল্যান করে আটককৃত দুজনসহ কয়েকজন দুষ্কৃতিকারী। এই তথ্যের ভিত্তিতে সড়কের ভেটিসোনাই ও পরিশেষের মাঝপথে পুলিশ অবস্থান নেয়। পুলিশের অবস্থান টের পেয়ে আটক দুজনসহ অন্য দুস্কৃতিকারী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে জামগ্রাম গফুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে শর্টগান, পিস্তলের দুটি গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বড় চাকু, একটি লোহার পাইব, একটি খেলনা পিস্তল এবং অস্ত্র বহনের মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।