lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-18T11:35:13Z
নির্বাচন

ঝিকরগাছায় ইউপি সদস্য উপনির্বাচনে তাহাজ্জত হোসেন নির্বাচিত

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার ঝিকরগাছায় ইউপি সদস্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড (টাওরা -নীলকন্ঠনগর) উপনির্বাচনে মেম্বর পদে তাহাজ্জত হোসেন ১৬৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন  ৮১১ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী গোলাম সরোয়ার ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৪৪ ভোট। মোরগ প্রতীক নিয়ে আঃ সালাম পেয়েছেন ১৪৩ ভোট। 

সোমবার (১৭ জুলাই) টাওরা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ২ হাজার ২৭৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার  মাহমুদুল হাসান বলেন ৫নং পানিসারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই ছিলো আমাদের মুল লক্ষ। আমরা সেটা করতে পেরেছি।  ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলাম এবং ভোট সম্পুর্ন নিরপেক্ষ হয়েছে আর একটি মেম্বারের উপনির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এপ্রিল মাসে এ ওয়ার্ডের নির্বাচিত মেম্বর মোঃ আকবার আলী মারা যাওয়ায় পদটি শুন্য ঘোষণা করা হয়।