Advertisement
নিজস্ব প্রতিবেদক:- বগুড়া আদমদীঘিতে এক সাংবাদিকের খড়ের পালায় আগুন লাগিয়ে ভুস্মীভূত করে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৭জুলাই) রাত সাড়ে বারোটায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশীকোড়া আকন্দ পাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আনুমানিক ১২ টা ৩০ মিনিটে জাতীয় দৈনিক মুক্ত খবর ও জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক মো:হেদায়তুল ইসলাম (নয়ন) এর গ্রামের বাড়িতে ঘটনাটি ঘটে । তাঁর পিতা আলহাজ্ব মো: আব্দুল মজিদ আকন্দ ভাগিনার বিয়ে অনুষ্ঠান থেকে ফেরার সময় বাড়ির খলিয়ানের কাছে এসে দেখে তাদের খড়ের পালায় আগুন জ্বলছে। এমন অবস্থায় ডাক চিৎকার করলে প্রতিবেশী আত্মীয়রামসহ এলাকার অনেকে এসে আগুনটি নিভানোর চেষ্টা করে। কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না আগুন নেভানোর।
এবিষয়ে এলাকার মেম্বার মাজেদুল, রহিম ও মুনছুরেব সঙ্গে কথা বললে তারা বলেন, বিষয়টি খুব দুঃখজনক। এলাকায় বেশ কিছু বখাটে ছেলে রয়েছে, এরাই এ ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছি।
আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি টিম কাজ করছে। বিষয়টি খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।