Advertisement
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের সাথে বিরোধ মেটাতে কৃষি কৃষি নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মধ্য নারিকেল বাড়িয়া গ্রামে বৃহস্পতিবার ভোরে যেকোনো সময় এ ঘটনা ঘটে। এতে অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক কামাল হোসেনের পিতা মাস্টার রফিকুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, জমি লিজ নিয়ে আখ ক্ষেতে মিশ্র সবজির চাষ করা হয়। এতে পেপে, কলা, কাকরোলসহ বিভিন্ন জাতের শাক ও সবজি উৎপাদন করা হয়। পূর্ব বিরোধের জেরে হাসিব হাওলাদারের পুত্র রিফাত শতাধিক আখ গাছ, বিপুল সংখ্যক ফল ধরা পেপে গাছ, অনেকগুলো কলাগাছসহ শাক-সবজি ক্ষেতের অনেকাংশই কুপিয়ে তছনছ করে রেখেছে। এতে আমাদের অর্ধলক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জমি লিজ নেয়া কামাল হোসেন জরুরী কাজে ঢাকায় থাকায় নাশকতার খবর শুনে অতি জরুরী কাজ শেষ করে ঢাকা থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার রাতেই রাজাপুর থানায় অভিযোগ দেয়ার কথা রয়েছে। এধরনের অমানবিক নাশকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ এখনও আমার কাছে পৌছেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।