Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ ঐতিহ্যবাহী শিলা মিষ্টি বাড়ির শাখাতে দই বিক্রিতে প্রতারণা ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। আড়াই কেজি দইয়ের দাম নিলেও সেখানে দই রয়েছে মাত্র দেড় কেজি। বাকি প্রায় ১ কেজি (৯৫৬ গ্রাম) মাটির হাড়িটির ওজন। দই বিক্রির সময় হাড়ির ওজন বাদ দেওয়া মাত্র ২৪০ গ্রাম। সেক্ষেত্রে মাটির হাড়িটির দাম নিচ্ছে ১৪০ টাকা। অথচ ওই হাড়িটি কেনা হয়েছে মাত্র ১৮ টাকায়। দই বিক্রিতে এমন প্রতারণার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
এর আগে, একই বাজারের উত্তরা কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪হাজার ৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স এআর এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড নামক প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।