lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-17T04:15:37Z
জেলার সংবাদ

রামগড় ৪৩ বিজিবি অভিযানে অবৈধভাবে কর্তনকৃত বাঁশ জব্দ

Advertisement

                                                                                                                ফারজানা আক্তার রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ                            

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির  অভিযানে নিয়মবহির্ভূত অবৈধভাবে কর্তনকৃত বাঁশ জব্দ করা হয়।                                      ১৬ই জুন শুক্রবার রাত ০৮.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর ব্যাটালিয়ন সদর দপ্তরে কর্মরত হাবিলদার মোঃনুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত প্রধান ফটক (জিআর-৭৯৫৪২৭ এমএস ৭৯এন/৯) নামক স্থান হতে বনবিভাগ কর্তৃক নিষিদ্ধ সময়ে কর্তনকৃত মালিকবিহীন ৩১৫০টি বিভিন্ন প্রকার বাঁশ জব্দ করতে সক্ষম হয়,যার বাজারমূল্য ৫,০৫,০০০ টাকা। জব্দকৃত বিভিন্ন প্রকার বাঁশ রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে।                                                                                 রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, যেকোন ধরনের অবৈধ কর্মকান্ড নির্মুল করতে বিজিবি সর্বদা প্রস্তুত।