lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-23T08:05:54Z
জাতীয়

লালপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Advertisement

নাটোর জেলা প্রতিনিধঃ

নাটোরের লালপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২৩ জুন শুক্রবার সকালে লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরালের পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাকসুর সাবেক এজিএস নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দুড়দুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, চংধুপইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল প্রমুখ।